বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে নারী সৈনিকদের ওপর বাড়ছে যৌন নির্যাতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৫ পিএম

ইসরাইল সেনাবাহিনীতে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

নিউজ পোর্টালটিতে সূতের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

বিভিন্ন ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এ বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন