বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভালুকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার শাস্তি ও অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ

ভালুকা(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৯ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সোহেলি শারমীন কর্তৃক রোগি, হাসপাতালের স্টাফদের সাথে অসদারচণ, করোনার টাকা আত্মসাৎ,নানা অনিয়মের অভিযোগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর বিরোদ্ধে গণমাধ্যমে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে তার শাস্তি ও বদলির দাবীতে বুধবার দুপুরে সরকারী হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ করে পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা আবরোধ করে রাখেন আনন্দোলন কারীরা। এ সময় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আনন্দোলন কারীরা জানান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সোহেলী শারমীন রোগী হাসপাতালের স্টাফদের অসদাচরন, করোনার টাকা আতœসাৎ,নানা অনিয়মের অভিযোগ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর বিরোদ্ধে গণমাধ্যমে মিথ্যা বক্তব্য দেয়ার প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা আ’লীগ,সহযোগী সংগঠন এবং উপজেলা মুক্তিযোদ্ধার ব্যানারে বিক্ষোভ মিছিল,মানববন্ধন,ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১ঘন্টা অবরোধসহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাত্রী সাধারণরা দুর্ভোগের পড়ে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন,উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,ভালুকা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাস্টার,উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মোহন,ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামন মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এসব ঘটনায় ডা.সোহেলি শরমীনের বক্তব্য নিতে গেলে তিনি বলেন,ডিজির অর্ডার ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন