শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট নগরীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষ

প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ : নজিরবিহীন জনদূভোর্গ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০১ পিএম

সিলেট নগরীর চৌহাট্টায় সড়কের পাশের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সংঘর্ষের জের ধরে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় ৩ ঘন্টা ধরে অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বর ও চন্ডিপুলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে তারা। এতে নজিরবিহীন জনদুর্ভোগে দেখা দেয় । তবে বিকাল ৪টার দিকে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে বেলা ২টার দিকে শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বরসহ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পণ্যবাহী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বাসসহ আটকা পড়ে সব ধরনের যানবাহন। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের শ্রমিকরা তাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে। এ ভাঙচুরের ক্ষতিপূরণ ও নির্দিষ্ট স্থানে তাদের স্ট্যান্ড করে দেওয়ার জন্যে এ আন্দোলন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নগরীর চৌহাট্টার ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন রশীদ চত্বর ও চন্ডিপুল এলাকায় মাইক্রোবাসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। তবে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরিস্থিত নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন গাড়ি চলাচল হয়েছে স্বাভাবিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন