বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরের বাজারে সবজির মূল্য কম

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪২ পিএম

যশোরের সবজির মূল্য হঠাৎ কমে গেছে। ভেজিটেবল জোন যশোরের মাঠের উৎপাদিত সবজি পাইকারি বাজার বারীনগর ও খাজুরায় বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, যে বেগুন প্রতিকেজি ৪০টাকা দরে বিক্রি হচ্ছিল তা হঠাৎ করে ১৮/২০টাকায় নেমে এসেছে। অন্যান্য সবজি ফুলকপি প্রতিটি ৫/৬টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি বাজারের চেয়ে সামান্য একটু বেশি দরে সবজি বিক্রি হচ্ছে। বেগুন সর্বোচ্চ ২৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি প্রতি পিস ৮/৯ গ্রাম ওজনের ৮/১০টাকায় বিক্রি হচ্ছে। আর পাতা কপি তো পানির দর। দোকানে দোকানে সাজানো রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে কম। অন্যান্য সবজির মূল্যও কম।

সবজি চাষি বারীনগরের জয়নাল আবেদীন জানালেন, এখন মূল্য কমে গেলেও শীতকালীন প্রায় সব সবজির মূল্য ভরা মৌসুমে ভালো পেয়েছে। আবার নতুন করে গ্রীষ্মকালীন সবজির আবাদ শুরু হবে। গড়পড়তায় চাষিরা এবার সবজিতে লাভানই হয়েছেন। লোকসান হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন