শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিষ্ক্রিয় মনোভাব বাদ দিতে হবে ইইউ’কে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ এএম

পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান ও আমেরিকার মধ্যকার নিষ্ক্রিয় মনোভাব দূর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানিয়েছে ব্রাসেলসভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে বরং ইউরোপীয় ইউনিয়নের উচিত এক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করা যাতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা যায়। ‘দি কার্নেগি ইউরোপ’ নামের গবেষণা প্রতিষ্ঠানটি আরো বলেছে, ইরান ও আমেরিকার মধ্যে দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে ইউরোপ মধ্যস্থতাকারীর ভ‚মিকা পালন করতে পারে। ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে কাজটি করতে তবে কারো আদেশ-নির্দেশে নয়। ইউরোপ নিজেকে লুকিয়ে রাখতে পারে না, তার হাতে নষ্ট করার মতো সময় কমই আছে। ইরান যখন আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পরমাণু সমঝোতার বাড়তি প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে তখন ব্রাসেলসভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান এমন মন্তব্য করলো। বাড়তি প্রটোকল বন্ধ করে দিলে আইএইএ’র প্রতিনিধিদল ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। কার্নেগি ইউরোপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন