বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউপি নির্বাচন শুরু হচ্ছে ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ এএম

পৌরসভা নির্বাচনের পর এবার সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দেশের ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গতকাল কমিশনের ৭৬তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার। তিনি বলেন, আগামী ১১ এপ্রিল থেকে পর্যায় ক্রমে সারাদেশে ইউপি নির্বাচন শুরু হবে। প্রথম ধাপে ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে। হুমায়ুন কবীর বলেন, ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ নুরুজ্জামান ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১:০৯ পিএম says : 0
করোনাভাইরাসের টিকা ইউনিয়ন পর্যায় দেওয়া হবে কি? সরকারী কোন ফি আছে কি, না ফ্রি পাবেন গ্রামের মানুষ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন