শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডিমলায় অবসর প্রাপ্ত সেনা সদস্যদের ৩৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৪:২৮ পিএম

বালু মহাল ইজারায় আংশিক পাটনার হিসেবে চুক্তির নামে অবসর প্রাপ্ত কয়েক সেনা সদস্যের কাছ থেকে ৩৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলার উপজেলার স্থানীয় এক বালু ব্যবসায়ী বিরুদ্ধে। জীবনের সমস্ত সঞ্চিত অর্থ প্রতারক চক্রের হাতে তুলে দিয়ে দিশেহারা হয়ে পরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা টাকা উদ্ধারে বিভিন্ন মহলে ধন্যা দিয়েও কোন সুফল পাচ্ছেন না। উকিল নোটিশ পাঠিয়েও টাকা উদ্ধারের কোন কূলকিনারা করতে না পেয়ে সংবাদকর্মীদের দ্বারস্থ হয়েছেন অসহায় এই অবসর প্রাপ্ত সেনা সদস্য। অভিযোগ মতে, ডিমলা উপজেলার অবসর প্রাপ্ত সেনা সদস্য মোশাররফ হোসেন বকুলসহ আরো ৬ জনকে তিস্তা নদীর বালু উত্তোলন ডিটের আংশিক অংশিদার করে ৫০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে নগদ কুড়ি লাখ এবং সোনালী ব্যাংক নীলফামারী শাখার ৩টি ডিডি মূলে আরো চৌদ্দ লাখ টাকা নিয়ে ইজারায় সামিল করেন, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম রাজা। এদিকে সময়মতো সরকারি কোষাগারে টাকা জমা না করায় ইজারা চুক্তি ভঙ্গের কারনে ডিট বাতিল হয়ে যায় এবং যে চুক্তিতে অবসর প্রাপ্ত সেনা সদস্যদের কাছ থেকে টাকা নেয়া হয় সে চুক্তি অনুয়ায়ী গৃহিত টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করেন রাজা। নীলফামারী জেলা ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট এর সভাপতি আব্দুল মজিদ জানান টাকা উদ্ধারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন