মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও যেন চীনের সঙ্গে তাদের সম্পর্কের পুরোনো পথেই হাঁটছেন। নানা বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সর্বদা উত্তেজনা বিরাজমান। ঠিক এমন একটি সময়ে দক্ষিণ চীন সাগরে আবারও নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। খবর রয়টার্স ও টিভি নাইনের খবরে বলা হয়, বাইডেন ক্ষমতায় আসার পরই পানি সীমানায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। বুধবারসহ এই নিয়ে দ্বিতীয়বার চীনের দাবি করা দ্বীপের কাছেই ঢুকে পড়ল মার্কিন নৌ-সেনা বহরের যুদ্ধজাহাজ। মার্কিন রণতরী ‘ইউএসএস রাসেল’ দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করে। আর যে অঞ্চলে মার্কিন রণতরীটি ঢুকেছে তা নিজেদের বলে দাবি করে আসছে চীন। ফলে চীন সাগরে আমেরিকার যুদ্ধজাহাজের হানায় চরম উত্তেজনা বিরাজ করছে। এজন্য যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে আরও তিক্ততা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে গেলো ২৩ জানুয়ারি দক্ষিণ চীন সাগরে ঢুকেছিল আমেরিকার রণতরী। রয়টার্স, টিভি নাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন