শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিদেশি রাষ্ট্রদূতদের সফরের দিনে গুলি চলল কাশ্মীরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, সেটা দেখানোর জন্য ২৪ রাষ্ট্রদূতকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দুই দিনের সফরে নিয়ে যাওয়া হয় গত বুধবার। করোনাকালে এই প্রথমবার সফরে যান বিদেশি প্রতিনিধিরা। সব মিলিয়ে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর তৃতীয় দফায় বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এসেছে সরকার। কিন্তু তার মধ্যেই এদিন শ্রীনগরে গুলি চলে। আহত হয়েছেন এক ব্যক্তি। যেখানে রাষ্ট্রদূতরা থাকছেন তার দেড় কিলোমিটার দূরে চলেছে গুলি। হালে জম্মু-কাশ্মীরে জেলাস্তরে ভোট হয়েছে। ৪জি ইন্টারনেট ফের শুরু হয়েছে। এ প্রতিনিধি দলে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ছাড়াও ফরাসি, ইতালীয়, সুইডিশ, আইরিশ, ডাচ ও বাংলাদেশের প্রতিনিধিরা। এছাড়াও ব্রাজিল, কিউবা, সেনেগাল, মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আছেন। কড়া নিরাপত্তার মধ্যে তারা আসেন। তৃণমূল স্তরের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। শ্রীনগর শহরের প্রান্তে বাদগামে গিয়েছিলেন তারা। স¤প্রতি হওয়া পঞ্চায়েত ভোট নিয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা করা হয়। তবে কিছু জনপ্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতদের দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর ডাল লেকের ধারে বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপচারিতা করেন রাষ্ট্রদূতরা। শ্রীনগরের মেয়রসহ শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এরপর হজরতবালেও যান তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয় প্রতিনিধিদলের জন্য। তবে এর মধ্যেই সুর কেটেছে সন্ত্রাসবাদী হানার জেরে। ডাল গেটে কৃষ্ণধাবার সামনে কয়েকজন অজ্ঞাত পরিচয় আততায়ী গুলি চালায় ২২ বছরের আকাশ মেহরার ওপর। রাষ্ট্রদূতরা যেখানে উঠেছেন, তার থেকে অল্প কিছুটা দূরে এ আক্রমণ হয়। সন্ধ্যা ৭.৩৫ নাগাদ এ খবর পায় পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি আছে সেই যুবক। ঘটনার কড়া নিন্দা করেছেন শ্রীনগরের মেয়র ও অন্যান্য রাজনীতিবিদরা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
পলাশ ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:৪৪ এএম says : 0
কাশ্মীরকে স্বাধীনতা দেয়া জরুরী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন