শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাজীগঞ্জে ঈদকে সামনে রেখে মাদক বিক্রেতারা সক্রিয়

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা

ঈদকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে মাদক বিক্রেতারা। পুলিশ মাদক ব্যবসায়ীদের আটক জেলহাজতে পাঠায়। কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে এসে সকল ব্যবসায়ীরা ফের জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। যার কারণে মাদককে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। উপজেলায় মাদক বিক্রি এতোটাই বেড়ে গেছে যে গত ২৪ ঘণ্টায় উপজেলার মাত্র দুটি স্পট থেকে মাদক মামলার ওয়ান্টেভুক্ত আসামিসহ ৬ জনকে আটক করতে সামর্থ হয়েছে পুলিশ। আটককৃতদের কাছে ফেন্সিডিল ও ইয়াবা পাওয়া গেছে আর সবাই মাদক বিক্রির সাথে সরাসরি জড়িত বলে পুলিশ ইনকিলাবকে নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার রাজারগাঁও বাজার, বাকিলা বাজার এলাকা, সন্না চৌধুরীবাড়ির বাগানসহ কারিন বাড়ি, বাকিলা মাদ্রাসা সড়ক, বলাখাল পুরো এলাকা, বলাখাল রেল স্টেশন এলাকা, হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ, রেল স্টেশন এলাকা, হাজীগঞ্জ মডেল টাউন এলাকার পূর্ব পাশের গলি, করিমের বাগান, পৌর ৬নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, হাজীগঞ্জ রেল লাইন স্টেশন এলাকা, হাজীগঞ্জ দক্ষিণ বাজারস্থ রনি ময়দার পিছনের গুদাড়াঘাট এলাকা, হাজীগঞ্জ ট্রাকঘাট এলাকারসহ গুদাড়াঘাচ, টোরাগড় মিল গেইট, আলীগঞ্জ হাসপাতালের আশপাশ এলাকা, এনায়েতপুর, বেলচোঁ বাজার এলাকায় পাইকারী মাদক বিক্রেতাদের অভয়াশ্রম। বিশেষ করে ভৌগোলিক কারণে যেমন ডাকাতিয়া নদী পথ ছাড়া ও হাজীগঞ্জের সাথে সড়ক পথে রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, চাঁদপুর লাকসাম রেল সড়ক, হাজীগঞ্জ রামগঞ্জ সড়ক, হাজীগঞ্জ কচুয়া সড়ক মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশত সড়ক রয়েছে যা ব্যবহার করে হাজীগঞ্জে সহজেই যাওয়া আসা সম্ভব। আর এ সকল সড়কগুলো ব্যবহার করেই মাদকসেবী সক্রিয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সুবিধা ভোগ করছে। আর এই মাদকের ক্রেতা ও বিক্রেতাদের ৮০ ভাগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বাকি ২০ ভাগ মাদকের ক্রেতা-বিক্রেতা নি¤œশ্রেণী অর্থাৎ দোকানের কর্মচারী, রিকশা চালক, সিএনজি স্কুটার চালক, ট্রাক্টর চালক। বিভিন্ন সূত্রে আরো জানা যায়, এ যাবৎকালে যে সকল মাদক বিক্রেতারা আটক হয়েছে তাদের সকলে জামিনে এসে পূর্বের পেশায় ফিরে যায়। অর্থাৎ কেউ মাদক ব্যবসা থেকে ফিরে না। যে কারণে কোন ভাবেই মাদক ব্যবসায়ী বা মাদক বিক্রি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এমনিতে আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্সে রয়েছি যার ধারাবাহিতকায় মাদকসেবী ও বিক্রেতাদের আটক করা হচ্ছে। ঈদকে সামনে রেখে আমার এই অভিযান নিয়মিত পরিচালিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন