শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাধবপুরে জাল নোটের ছড়াছড়ি

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে ঈদুল আজহাকে সামনে রেখে জাল নোট চক্রের সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই ব্যবসায়ীদের হাতে জাল নোট ধরা পড়ছে। জাল নোটের ছড়াছড়ি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জাল নোট আতঙ্ক বিরাজ করছে। এদিকে জাল নোট চক্রকে ধরতে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিটি হাটবাজারে পুলিশ এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে। কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র জাল নোট পূজা ও ঈদকে সামনে রেখে সুযোগে কাজে লাগাচ্ছে। উপজেলার বিভিন্ন হাটবাজারে দোকানিদের কৌশলে ঢুকিয়ে দেয়া হচ্ছে জাল নোট। ব্যাংকের টাকার বা-িলের মধ্যেও জাল নোট পাওয়া যাচ্ছে। বর্তমানে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান জুড়ে জাল নোট চক্র সক্রিয়। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বলেছেন, বাজারে জাল নোট প্রতারক চক্রসহ যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে তাদের সার্বক্ষণিক ফোর্স তৎপর রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন