বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় চট্টগ্রামে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৫ এএম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে করোনায় চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন মারা গেলেন।
শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোহাম্মদ সাহেব আলী (৫৭) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। বাড়ি চাঁদপুর জেলার সদর থানার পুরাতন আদালতপাড়া এলাকায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ বলেন, গত ২৮ জানুয়ারি দায়িত্বরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাহেব আলী। তাকে প্রথমে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জানুয়ারি তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
শুক্রবার দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন