মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু!

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০৮ পিএম

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সেফটি ট্যাংকির গর্ত খোঁড়ার সময় মাটিচাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের দীপ্ত রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তিবাগ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংকির গর্ত খুড়ার সময় হঠাৎ গর্তের চারপাশ ধ্বসে যায়। গর্তের ভিতরে কান্ত রায় বাদে আরও ৩ শ্রমিক ছিল। এতে তাদের উপর মাটি চাপা পরে। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কান্ত রায়কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন