শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মেঘনায় ফসলি জমি রক্ষায় মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

কুমিল্লার মেঘনায় ফসলি জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলার লুটেরচর গ্রামে এলাকাবাসীর উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, মেঘনার কিছু জমি কোম্পানির হাতে চলে যাওয়ায় দিন দিন কর্মহীন হয়ে পরেছে কৃষকরা। তাদের বাপ দাদার পূর্ব পুরুষের কৃষি জমি অধিগ্রহণ করে কিছু বেসরকারি শিল্প কল কারখানা গড়ে উঠেছে।
কৃষি জমির পরিবর্তন করে অকৃষি খাতে ব্যবহারে ফলে কৃষকদের পরিবারে নেমে এসেছে হতাশা। যার কারণে কৃষি জমি গিলে খাচ্ছে ইট পাথরের দালান। কৃষি নির্ভর এই এলাকার কৃষকরা সারা বছর আলু, কড়লা, ডাল, ভুট্টা, মৌসমী সবজি খেয়ে বাঁচে। নিজের ক্ষেতে চাষ করা ফসলে সারা বছর তাদের সংসারের চাহিদা পূরণ হচ্ছে। এ সময় বক্তব্য রাখেন, মহিউদ্দিন, মোসালম, মকবুল গাজী প্রমুখ। এ ব্যাপারে কৃষকরা ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন