শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এতে চারজন আহত হয়েছে বলে জানা যায়। হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার হিরন ইউনিয়নের আট্রাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আট্রাবাড়ি গ্রামের ওহাবালি গাজীদের সাথে একই গ্রামের সোহরাব গাজীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোহরাব গাজীরা ওহাবালি গাজীদের হুমকি প্রদান করলে তারা গোপালগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করেন। মামলার খবর পেয়ে গত শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতে ওহাবালি গাজীরা তাদের বানুরিপাড়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে সৈয়দ আলী মার্কেটের কাছে পৌঁছালে সোহরাব গাজীর লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে আক্তার গাজী, ওহাবালী গাজী, হালিম গাজী, আমির গাজী ও বাবুল গাজী আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আক্তার গাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পরলে জনতা সোহরাব গাজীর দুইটি, নুর মোহাম্মদ গাজীর একটি, মাহাবুব গাজীর একটি, বাদল গাজীর একটি ও আইয়ুব আলী গাজীর একটি ঘর ভাঙচুর করে লুটপাট করে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এতে দুই জনকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন