দুই কিস্তিতে আটটি অ্যাটাক সাবমেরিন সরবরাহে চুক্তি স্বাক্ষর
ইনকিলাব ডেস্ক : ইতিহাসের বৃহত্তম সামরিক রফতানি চুক্তিতে উপনীত হয়েছে চীন। এর আওতায় পাকিস্তানকে অন্তত আটটি অত্যাধুনিক অ্যাটাক সাবমেরিন সরবরাহ করবে দেশটি। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ৫শ’ কোটি ডলারের একটি চুক্তি অনুযায়ী এসব সাবমেরিন সংগ্রহ করছে ইসলামাবাদ। মোটা অঙ্কের চুক্তি হলেও এসব অ্যাটাক সাবমেরিন কিনতে পাকিস্তানকে সহজ শর্তে ঋণ দেবে চীন। ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনগুলো যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। ২০২৮ সালের মধ্যে সবকটি সাবমেরিন হাতে পাবে পাকিস্তান। এরমধ্যে একাংশ পারে ২০২৩ সালের মাধ্যে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা গত ২৬ আগস্ট চীনের সঙ্গে এই চুক্তির বিষয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি’স স্ট্যান্ডিং কমিটির কাছে ব্রিফ করেন। এই সাবমেরিনগুলো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে চিনের শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানিকে।
৮টি সাবমেরিনের মধ্যে প্রথম চারটি ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। বাকি ৪টি দেওয়া হবে ২০২৮ সালের মধ্যে। পাকিস্তান এমনিতেই চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে থাকে। এরমধ্যে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধজাহাজ, ফাইটার জেটও রয়েছে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া, ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন