শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন। চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি স‚ত্র শনিবার এ কথা জানায়। স‚ত্র আরও বলছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রæয়ারি রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এখানে ট্রাম্প রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। নজিরবিহীনভাবে দুইবার অভিশংসিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ রিপাবলিকান চায় ট্রাম্প রিপাবলিকান পার্টিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখুক। অবশ্য নিজ দল রিপাবলিকান পার্টিতে ট্রাম্প একেবারেই অপ্রতিদ্ব›দ্বী নন। পার্টির প্রভাবশালী নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। কিছু নেতা রিপাবলিকান পার্টি থেকে বেরিয়ে নতুন দল গঠন করারও চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন। এনডিটিভি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন