শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনকে শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে আমার দেশ সাহায্য করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানের সঙ্গে টেলিফোনালাপে কিয়েভকে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সম্ভাব্য সকল কিছু করবে ওয়াশিংটন। এর আগে তিনি শুক্রবার ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এক সম্মেলনে জানান তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ হচ্ছে চীন ও রাশিয়া। এই দুই দেশ মোকাবিলা করতে সকল দেশকে প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঠিক সেই সময় এসব কথা বললেন যখন কিনা রুশ ক‚টনীতিকরা রাশিয়া-ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে সকল অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার বিষয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন