শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু কমছে,বাড়ছে আক্রান্ত, নতুন সনাক্ত ১৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৯ পিএম

করোনায় কমেছে মৃত্যু সিলেটে। তবে দ্রুত বাড়ছে সুস্থতা। বিভাগে করোনায় আক্রান্তে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এছাড়া বিভাগে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩জন করোনা আক্রান্ত রোগী। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় আরও ১৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সিলেটে। আক্রান্তদের মধ্যে সিলেট ১৪ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ২২৪ জন। এর মধ্যে সিলেট ৯ হাজার ৭৪২, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২, হবিগঞ্জে ১ হাজার ৯৯ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৮ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৭জন। সিলেটের ৪ জেলায় করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। এরমধ্যে ২৮জন সিলেটের বিভিন্ন হাসপাতালে ও ২জন চিকিৎসা নিচ্ছেন মৌলভীবাজারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন