বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে দুই ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৮ পিএম

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে অবস্থিত ২টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করায় জরিমানা করা হয়।


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে অবস্থিত ২টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী কৃষি জমি নষ্ট করে ইট উৎপাদন ও মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, নষ্টকৃত কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করানো হয়।

২১ ফেব্রুয়ারি (রোববার) উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মতলব উত্তর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সর্বোত্তভাবে সহযোগিতা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন