বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কয়লাখনি দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২২ মার্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ২২ মার্চ। গতকাল সোমবার নতুন এ তারিখ নির্ধারণ করেছেন বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হান্নান ভুইয়া। তিনি জানান, সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ ধার্য ছিলো। কিন্তু সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে চলে যান। এ কারণে ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারও উপস্থিত ছিলেন।
ওই আইনজীবী জানান, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। একই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৎকালিন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও এ মামলায় তৎকালিক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী,সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার , তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন,স্বরাষ্ট্র আলতাফ হোসেন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, তৎকালিন বিদ্যু,খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, একই মন্ত্রণালয়ের তৎকালিন সচিব নজরুল ইসলাম, পেট্টোবাংলার তৎকালিন চেয়ারম্যান এসআর ওসমানী, তৎকালিন পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রæপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে বেগম খালেদা জিয়া,আলতাফ হোসেন চৌধুরী জীবীত রয়েছেন। এ কারণে মৃতদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন