শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

মাতৃভাষা দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:১২ এএম

অমর একুশে ফেব্রুয়ারি, জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বুকে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহত্তম সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সফল ভার্চুয়াল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য এম এম শাহীন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আগামী নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক ১৮ থেকে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা উবায়েদ আনসারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজনের আহবায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউ এস এর সাবেক সহ সভাপতি আজিমুর রহমান বুরহান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ইউ এস এর সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ফেঞ্চুগন্জ অর্গানাইজেশন অব ইউ এস এর সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, জামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মন্জুর চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুবুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ আহমেদ ,সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিঙ্কন, জালালাবাদ এসোসিয়েশন অব ইউ এস এর সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য সম্পাদক শরীফুল হক মনজু, সাবেক প্রচার সম্পাদক জাবেদ আহমদ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি মামুনুর রশিদ শিপু, কুলাউড়া এসোসিয়েশন অব নিউ জার্সির সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান, প্রবাসী ভয়েজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়েদ আনসারী, ওসমানীনগর এসোসিয়েশন অব ইউএসএর সভাপতি বশির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, এসেনশিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস পরিচালক জালাল চৌধুরী, ব্রঙ্কস সোসাইটি অব ইউএসএর সভাপতি সামাদ মিয়া জাকের, বিশিষ্ট রাজনীতিবিদ নাসির উদ্দিন, বিশিষ্ট কবি, লেখক মাসুম আহমেদ, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদ সদস্য, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদী মিন্টু, ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন,কোষাধক্ষ্য কবি শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি, উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য শহীদুল ইসলাম, এ করিম রনি।

কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার কবি গোপন সাহা, সংগঠনের সহ সভাপতি রেহানুজ্জামা রেহান, সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি হাবীব ফয়েজী, কবি মাকসুদা আহমেদ, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার,সালমা সুমি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও শারমিন তানিয়া।

অনুষ্ঠানের সফল সমাপ্তি মুহুর্তে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তীতে সংগঠনের সদস্যরা সভাপতির নেতৃত্বে সকল ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে ব্রঙ্কসের বাংলা বাজারে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন