শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইনানী সৈকতে বিচ বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ পর্যটকরা

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : পৃথিবির দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বালুকাময় ও নান্দিক সৌন্দয্যের রানী নামে খ্যাত ইনানী সৈকতে অবৈধভাবে বিচ বাইকের বেপরোয়া চলাচলের কারণে ভ্রমণ পিপাসু পর্যটকরা অতিষ্ট হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের র্নিদেশ অমান্য করে যত্রতত্র ও নিয়ন্ত্রণহীনভাবে চলছে বিচ বাইক। বিচ বাইকের ধাক্কায় অনেক পর্যটক প্রায় সময়ই আহত হওয়ারও নজির রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ও নান্দনিক পর্যটন স্পটগুলোর মধ্যে কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট হচ্ছে ইনানী। সাগর ঘেঁষা পাহাড় ও সাগরের নীল জলরাশির ঢেউ এবং পাথরের স্তূপ দেখার জন্য প্রতিদিন এখানে শত শত দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। কিন্তু বিচ বাইকের যন্ত্রণায় পর্যটকরা এখন অতিষ্ট হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইনানী সৈকতে ২০টির অধিক বিচ বাইক রয়েছে। অনিয়ন্ত্রিত ও বেপরোয়াভাবে সৈকত জুড়ে চলতে থাকে এসব বিচ বাইকগুলো। টুরিস্ট পুলিশকে মাসোহারা দিয়ে বেপরোয়াভাবে চললেও প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকে এমন অভিযোগ একাধিক মহলের। যার ফলে বাইকের অত্যাচার বন্ধ করা দূরহ ব্যাপার হলে দাঁড়িয়েছে। অন্যদিকে অতিষ্ট হয়ে পড়েছেন পর্যটকরা। মুখ ঘুড়িয়ে নিতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়াও প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। গত শনিবার ইনানী সৈকতে আজিজুল হকের একটি বিচ বাইক উল্টে ৫ জন পর্যটক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও বিচ বাইকের ধাক্কায় রেজাউল করিম ভুট্টো নামের এক ফটোগ্রাফার গুরুতর আহত হয়েছে। তার পা ভেঙ্গে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গুরুতর অভিযোগ উঠেছে, ইনানী সী-বিচ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সুকৌশলে প্রশাসন থেকে বিচ বাইক চলাচলের অনুমতি নিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বেপরোয়া ও দ্রুত গতিতে সৈকত জুড়ে বিচ বাইকগুলো চলাচল করায় পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্রে জানা গেছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে ১৬টি বিচ বাইক চলাচলের অনুমতি নেয়া হয়েছে। বাদবাকি যেসব বাইক চলছে তা অবৈধভাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন