মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আমাদের নেত্রীও মাস্ক পড়ে, তাই আপনারাও নিয়মিত মাস্ক পড়ুন: মতিয়া চৌধুরী

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৮ পিএম

সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিয়মিত মাস্ক পড়েন, তাই আপনারাও নিয়মিত মাস্ক পড়ুন। মাস্ক শুধু করোনার জন্য না ধুলাবালি থেকেও রক্ষা পাওয়া যায়। তাতে ঠান্ডা জনিত রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।”

মঙ্গলবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হিরাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১হাজার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন