বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোবিপ্রবি’র রিসার্চ সেলের ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রিসার্চ সেলের আয়োজনে ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার পাবলিশিং ইন সোশ্যাল সায়েন্সেস সাইটেশেন ইনডেক্স জার্নাল বিষয়ে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। কর্মশালার সভাপতিত্ব করেন রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। সঞ্চালনা করেন সেলের সহকারী পরিচালক জি এম রাকিবুল ইসলাম। এতে রিসোর্স পারসন ছিলেন মালেশিয়ার মালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নেওয়াজ আসাদুল্লাহ।
কর্মশালায় বক্তারা প্রকাশনার গুরুত্ব ও মানসম্মত জার্নালে কিভাবে প্রবন্ধ প্রকাশ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার উদ্বোধনকালে নোবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, প্রকাশনা সংখ্যা বাড়ানো এবং তা অবশ্যই মানসম্পন্ন জার্নালে প্রকাশ করা উচিত। এতে করে বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিং এগিয়ে আসে। কর্মশালায় নোবিপ্রবি বিভিন্ন বিভাগের ৭০ এর অধিক শিক্ষকবৃন্দ অংশ নেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন