বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বৃষ্টিতেও থামেনি বন্ধনের উৎসব

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, কক্সবাজার থেকে : ক’দিন ধরেই কক্সবাজারে থেমে থেমে চলছে বৃষ্টি। সাগর কন্যা উত্তাল। সমূদ্রতীরবর্তী এলাকাগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল যেন সেই শঙ্কেত জারি হলো শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। পুরো স্টেডিয়াম কাদায় মাখামাখি। কিন্তু এই বৃষ্টিতেও মøান হয়নি ক্রিকেট কার্নিভাল উৎসব। ব্যাট বল হাতে মাঠে শফিকুল হক হিরা, রকিবুল হাসান, ওরম খালেদ রুমি, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুম পাইলট, হাবিবুল বাশার সুমনরা। যেন তর সইছে না মাঠে নামতে। এই মেঘ, এই রোদ্দুরের মাঝেই উদ্বোধন হয় মাস্টার্স ক্রিকেট কার্নিভালের। দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওভার কমিয়ে খেলা শুরু হয় সাড়ে চারটায়। বাংলাদেশ জাতীয় দলের মাস্টার স্পিনার মো. রফিক দেখালেন তার পুরানো সেই ঝলক। তার নৈপুণ্যে কনফিডেন্স ঢাকা মেট্রো প্রথম ম্যাচেই জয় পায় সাবেক অধিনায়ক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটের রেনেসা রাজশাহীর বিপক্ষে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মো. রফিক। তার ৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে হার মানতে হলো খালেদ মাসুদ পাইলটের দল রেনেসা রাজশাহী। দুটি চারের পর দুটি ছক্কা হাঁকিয়ে জয় সহজ করে দেন রফিক। বল হাতে ২ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে রফিকের হাতেই।
টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০ রান করে রেনেসা রাজশাহী। হান্নান সরকার ১৯ ও রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে ১৮ রান। মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন ও আহমেদ তিমির একটি করে উইকেট নেন। ৫১ রানের ছোট টার্গেট ৪.৫ ওভারে পৌঁছে যায় কনফিডেন্স ঢাকা মেট্রো। মনিরুজ্জামান করেন সর্বোচ্চ ২৩ রান। আলমগীর কবির ও মুশফিকুর রহমান বাবু একটি করে উইকেট নিয়েছেন। আজ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন