শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকা নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:১০ পিএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব শেষে মালয় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন প্রেসিডেন্ট ১১ হেলথ ক্লিনিকে কোভিড -১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। জাতীয় কোভিড -১৯ টিকাদান কর্মসূচি সময়সূচীর দুই দিন আগে শুরু হয়েছিল। -রয়টার্স, সিএনএন, স্ট্রেইটসটাইম

এটি শুক্রবার (২ ফেব্রুয়ারি) শুরু হওয়ার কথা ছিল। মহিউদ্দিন ছাড়াও স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আবদুল্লাহ এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের চারজন কর্মচারীও এই টিকা পেয়েছিলেন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী মন্ত্রী খয়েরি জামালউদ্দিন বলেছিলেন, ৩১২,৩৯০ পাইফার-বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ব্যাচ প্রথমে ফ্রন্টলাইনারকে দেওয়া হবে, যাদের মধ্যে ৫.৩% চিকিৎসা কর্মী এবং বাকী নন-মেডিকেল ফ্রন্টলাইনারদের সমন্বয়ে গঠিত হবে। তিনি আরও জানান, ভ্যাকসিনের প্রথম ব্যাচটি ১৬টি ভ্যাকসিন স্টোরেজ সেন্টারে বিতরণ করা হয়েছিল। এর মধ্যে যোহরে চারটি, পেনাং-এ দুটি, সেলাঙ্গরে ছয়টি, কুয়ালালামপুরে তিনটি এবং পুত্রজায়ায় একটি। টিকাদান কর্মসূচির আওতায় সরকার তার দ্বি-নীতি অব্যাহত রাখবে যদিও এক গবেষণায় দেখা গেছে যে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের একক মাত্রায় ভাইরাসের বিরুদ্ধে ৮৫% কার্যকারিতা রয়েছে।'

এখন থেকে এপ্রিল পর্যন্ত এই কর্মসূচির মধ্যে ফ্রন্টলাইনারদের সাথে শুরু করে তিন ধাপের অধীনে জনসংখ্যার ৮০% টিকাদান সম্পৃক্ত থাকবে। দ্বিতীয় পর্বটি এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে প্রবীণ নাগরিকদের, উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের দেয়া হবে। মে থেকে তৃতীয় ডোজটি ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ১৮ এবং তার চেয়ে বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন