রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগের কন্ঠে সাংবাদিক জনি’র লেখা গান ‘পরবাসী মন’

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২২ পিএম

শিল্পী সোহাগ সুমন ও গীতিকার সাংবাদিক কামরুল হাসান জনি


আরব আমিরাত প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি’র লেখা ‘পরবাসী মন’ নামে গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগ সুমন। রাজধানীর সম্পর্ক স্টুডিওতে রেকর্ড হওয়া গানটির সংগীত পরিচালনা করেছেন মোশাররফ হোসেন সেতু। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে এসকেপি প্রোডাকশন হাউজ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এএস মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানান শিল্পী সোহাগ সুমন। তিনি বলেন, প্রবাসীদের নিয়ে এটাই আমার প্রথম গান। গানের প্রথম অন্তরার কথাটি আমার বুকের মধ্যে লেগেছে- ‘বুক পকেটে আছে রুমাল তোমার পরশ নিয়া’। কারণ আমি জানি একজন প্রবাসীর মনের ভিতরে কতটা কষ্ট থাকে। আমি নিজেও পরবাসে ছিলাম। প্রবাসীদের প্রতি ভালোবাসা আমার সবসময়ই আছে এবং থাকবে। তাদের অনুভূতিগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি। ভবিষ্যতে প্রবাসীদের নিয়ে আরো গান করার ইচ্ছা আছে আমার। তিনি বলেন, সাংবাদিক কামরুল হাসান জনি খুব সুন্দর একটি গান আমাকে উপহার দিয়েছেন।
গানের গীতিকার সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, দীর্ঘদিনের পরবাস জীবনে প্রবাসীদের আবেগ-অনুভূতিগুলো বুঝার চেষ্টা করছি। সে অনুযায়ী গানের কথাগুলো সাজানো হয়েছে। ক্লোজআপ ওয়ান শিল্পী সোহাগের উৎসাহ পেয়ে এটি প্রকাশের উদ্যোগ নিলাম। গানটি শ্রোতাদের ভাল লাগবে বলে মনে করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন