বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : কর্মস্থলে নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল রোববার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোছাইন সাঈদী (দুলাল)। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোছাইন সাঈদী বলেন, বিদ্যালয়ের জনবল অবকাঠামোর অতিরিক্ত এমপিওভুক্ত শিক্ষিকা ফজিলতুন্নেছার বেতনের সরকারী অংশের টাকা সরকারী বিধি বিধানের কথা উল্লেখ করে উত্তোলনে সহযোগিতা না করায় তার স্বামী প্রভাবশালী জহিরুল ইসলাম জীবন তার লোকজন নিয়ে গত ১০ জানুয়ারী আমাকে অপমান অপদস্ত করে প্রাণনাঁশের হুমকি দিয়ে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেয়। প্রাণ ভয়ে কোন রকমে কর্মস্থল ত্যাগ করে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঐ দিন বিকালেই আমি কর্মস্থলে নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ অদ্যাবধি লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভূক্ত না করায় এবং আমাকে অপমান অপদস্তকারী জহিরুল ইসলাম জীবনসহ তার লোকজনের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রাণনাঁশের ভয়ে আমি আমার কর্মস্থলে যেতে পারছি না। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কর্মস্থলে নিরাপদে যাতায়াত ও জীবনের নিরাপত্তা চেয়ে আমি গত ৩ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে লিখিত আবেদন জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোন প্রত্যুত্তর না পাওয়ায় আমি আপনাদের শরণাপন্ন হলাম। আমি আপনাদের মাধ্যমে সরকার ও উর্ধ্বতন আইনশৃংখলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন