মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাজিরপুরে মডেল মসজিদ নির্মাণে ক্রেন ভেঙ্গে ১ শ্রমিকের মৃত্যু, ২ জন গুরুতর আহত

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৩ পিএম

পিরোজপুরের নাজিরপুরে মডেল মসজিদ নির্মাণ করতে গিয়ে ক্রেন ভেঙ্গে ১ শ্রমিকের মৃত্যু ও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের ছরোয়ার মল্লিকের ছেলে তরিকুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক মৃত্যু বরণ করেন এবং সৈয়দ আলীর পুত্র হাফিজুর রহমান (৩০) ও লতিফ শেখের পুত্র মিরাজুল (৩৫) গুরুতর আহত হয়। সারা বাংলাদেশে মডেল মসজিদ নির্মান প্রকল্পের আওতায় নাজিরপুর স্টেডিয়ামের পাশে ফায়ার সার্ভিস সংলগ্ন নাজিরপুর উপজেলায় ও মডেল মসজিদ নির্মান হচ্ছে। বুধবার বিকাল ৪ টায় ক্রেন দ্বারা মডেল মসজিদের প্রাথমিক ভাবে পাইল স্থাপনের জন্য ৭ জন শ্রমিক কাজ করছিল তখন ক্রেনের রিকের ড্রামের তার দূর্বল হওয়ার কারনে ক্রেনের তার ছিরে গেলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মিরা আহত অবস্থায় ৩ জনকে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোস্তাফা কাওসার তরিকুল ইসলাম (৪০) কে মৃত্যু ঘোষনা করেন এবং হাফিজুর রহমান ও মিরাজুল কে খুলনা মেডিকেলে স্থানান্তর করেন। এ ব্যপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাকারিয়া বলেন মৃত ব্যাক্তির ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন