শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভ্যাকসিন গ্রহণ করলেন মেয়র আরিফ !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৭ পিএম

গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে সিলেটে। প্রথম দিন ইচ্ছা থাকলেও শারীরিক অসুবিধার কারণে ভ্যাকসিন নিতে পারেননি সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তবে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সেই কাঙ্খিত টিকা গ্রহণ করেছেন মেয়র আরিফ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে ভ্যাকসিন গ্রহণ করেন মেয়র। পরে আড়াই ঘণ্টা সেখাকে বেড রেস্টের পর নগর ভবনে যান বিকাল ৩টার দিকে। তাঁর শরীরে এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছে সিসিক সূত্র। মেয়রের প্রথম দিন ভ্যাকসিন না নেয়ার বিষয়ে ওইদিন সিসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সাংবাদিক আলীম শাহ বলেন, প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। কিš ‘হার্টে রিং বসানো তাঁর । তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং তাঁর ডায়াবেটিকের অবস্থাও নরমাল ছিল না। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে এখনই করোনা ভ্যাকসিন নিতে পারছেন না তিনি। অবশেষে বিশেষজ্ঞদের ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে মেয়র আরিফুল হক চৌধুরী বুধবার গ্রহণ করেন টিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন