শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাধার গোশতের জনপ্রিয়তা বাড়ছে অন্ধ্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

আইন অনুযায়ী অবৈধ হলেও ভারতে গাধার গোশতের জনপ্রিয়তা বেড়েছে। দেশটির অন্ধ্র প্রদেশ রাজ্যের কয়েকটি জেলায় দিনদিন এর প্রবণতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে বলে খবর পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্ধ্র প্রদেশ থেকে ব্যাপকহারে গাধা বিলুপ্তির কারণে রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকেও প্রাণীটি আনা হচ্ছে। খবরে বলা হয়, কয়েকটি অপরাধী চক্র যৌথভাবে অন্ধ্র প্রদেশে গাধার গোশতের বেচাকেনা করছে। একটি দল গাধা বধ করে এবং অন্যটি গোশত সংগ্রহের কাজ করে। আরেকটি দল পরে ক্রেতাদের কাছে সে গোশত বিক্রি করার দায়িত্ব নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজ্যের অধিকাঙ্ক স্থানে গাধার দুধ বছরের পর বছর ধরে জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রাণীটির গোশতের ব্যাপক জনপ্রিয়তাও লক্ষ্য করা যাচ্ছে। গাধার গোশত শক্তি এবং পুরুষত্ব বাড়ায়- এমন ধারণা দিনদিন এটিকে জনপ্রিয় করে তুলছে। অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে গোশত খুঁজতে এবং কিনতে মোটা দাম চুকাচ্ছেন গোশত ভক্ষণকারীরা। কেজি প্রতি গোশতের দাম প্রায় হাজার রুপির কাছাকাছি হলেও কমতি হচ্ছেনা গ্রাহকের। টিওআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন