সউদী সাংবাদিক জামাল খাসোগি হত্যায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সউদী আরবের ক্রাউন প্রিন্সকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছে চারজন মার্কিন কর্মকর্তা। কর্মকর্তারা বলেছেন, জামাল খাসোগিকে হত্যার আদেশ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল সিএনএন এক প্রতিবেদনে জানায়, খাসোগি হত্যা মিশনে ব্যবহৃত দুটি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক এমন একটা কোম্পানি, যেটি তখনকার সময় থেকে প্রায় এক বছর আগে জব্দ করেন সউদীর যুবরাজ।
গোয়েন্দা প্রতিবেদনটি তৈরি করতে মুখ্য ভূমিকা রেখেছে সিআইএ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদনটিতে এমন মূল্যায়ন রয়েছে যে খাসোগি হত্যার অনুমোদন ও সম্ভবত আদেশ যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছেন।
সউদী সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্টের কলামিস্ট, ৫৯ বছর বয়সী খাসোগি ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সউদী কনস্যুলেটে প্রবেশ করেন। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার লাশ কেটে টুকরা টুকরা করে গায়েব করে দেওয়া হয়। তার দেহাবশেষ আজো পাওয়া যায়নি।
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। সউদী আরব প্রথমে খাসোগি খুন হওয়ার কথা অস্বীকার করে। পরে তারা স্বীকার করতে বাধ্য হয়।
খাসোগি হত্যায় সউদীর আদালত দেশটির পাঁচজন নাগরিককে মৃত্যুদণ্ড দেন। পরে খাসোগির পরিবার হত্যাকারীদের ক্ষমা করে দিলে তাদের সাজা কমিয়ে ২০ বছর করে জেল দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন