শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৮ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:২৪ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ২৫ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৪ হাজার ১৪৬ জনই সুস্থ হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে এখন মোট করোনা পজিটিভ আছেন ১ হাজার ৬৮ জন।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বুধবার বিভাগে নতুন মাত্র পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজনেরই বাড়ি বগুড়া, একজনের বাড়ি রাজশাহী। এ দিন বিভাগের ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নওগাঁর দুইজন, নাটোরের একজন, জয়পুরহাটের পাঁচজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন। বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৮৭ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন