শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এলচেকে উড়িয়ে চূড়ায় মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

 ছন্দময় ফুটবল উপহার দিয়ে ঘরের মাঠে এলচেকে উড়িয়ে দিল বার্সেলোনা। কাম্প ন্যুতে স্প্যানিশ লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলের প্রতিপক্ষকে ৩-০ গোলে হারাল রোনাল কোমানের দল। গতপরশু রাতের ম্যাচটিতে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখলেন লিওনেল মেসি। তাদের শেষ গোলটি করেন জর্দি আলবা।
এলচের বিপক্ষে এদিনও গোল হজম করেনি বার্সা। এ নিয়ে টানা ১২ ম্যাচ তাদের বিপক্ষে নিজেদের জাল অক্ষত রাখলো কাতালান ক্লাবটি। সময়ের হিসেবে ৪৩ বছর। এই সময়ে তাদের জালে ৩৬টি গোল দিয়েছে বার্সেলোনা। কোনো গোল না হজম করে এতোটা পথ পারি দেওয়ার সর্বোচ্চ রেকর্ড এটাই কাতালানদের।
ম্যাচে জোড়া গোল করে পিচিচি ট্রফির দৌড়ে সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার গোল হলো ১৮টি। ২ গোল কম নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখানো সুয়ারেজ। লিগের প্রথম ছয় ম্যাচে মাত্র ১ গোল, প্রথম ১৫ ম্যাচে ৭ গোল। সর্বশেষ সাত ম্যাচেই ১১ গোল করেছেন ফুটবলের মহাতারকা।
জয়ে ফেরার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্ব›দ্বীদের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, ২ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হারের পাঁচ দিন পর লা লিগায় কাদিসের সঙ্গে ১-১ ড্র করেছিল মেসিরা। দুই দিন পর কঠিন পরীক্ষায় নামবে দলটি; লিগে খেলতে হবে পয়েন্ট তালিকার চার নম্বর দল সেভিয়ার বিপক্ষে। এর তিন দিন পর ওই দলের বিপক্ষেই কোপা দেল রেতে মুখোমুখি হবে বার্সেলোনা। সেমি-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল কাতালান জায়ান্টরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন