বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ এপ্রিল করোনার টিকা পাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৬ এএম

হল খোলার দাবিতে যখন আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন জানা গেলো আগামী ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ঢাবি প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

তিনি জানান, আমাদের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৭ এপ্রিল করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। আমরা যেন ওইদিন সবাইকে টিকা দিতে পারি সেজন্য বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

প্রথম ডোজের টিকা নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ১৭ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনতে আমাদের সবধরনের প্রচেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন