বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লাদাখ সংকট দূরীকরণে হটলাইনে একমত হলেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৯ পিএম

লাদাখ সংকট দূরীকরণে হটলাইনে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একমত হয়েছেন এবং ৭৫ মিনিট তারা কথা বললেন। ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে একমত হয়েছেন যে লাদাখ সীমান্তে কোনো এক পক্ষ নয় বরং উভয় পক্ষের স্বার্থ রয়েছে। -দি প্রিন্ট

উভয় মন্ত্রী নিজেদের মধ্যে হটলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত নেন। এর আগে ভারতের পক্ষ থেকে লাদাখে স্থিতাবস্থা পরিবর্তনের জন্যে চীনের উস্কানিমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। জয়শঙ্কর তার প্রতিপক্ষ ওয়াং ই’কে বলেন গত বছর এপ্রিল থেকে মে মাসে লাদাখ পরিস্থিতি ও ২০ ভারতীয় সেনাকে হত্যার বিষয়টি দুই দেশের সম্পর্কে গভীর প্রভাব ফেলেছিল। ভারতের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে একবার দুই দেশ লাদাখ সীমান্তে সংকটের মীমাংসা করতে পারলে সেখান থেকে সেনা হ্রাসের উদ্যোগ সহ শান্তি পুনরুদ্ধারের কাজ শুরু করা সম্ভব হবে। উভয় পক্ষ লাদাখ সীমান্তে বাকি সমস্যা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন