বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৭ পিএম

অবশেষে প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ভোটের ইশতেহার ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পুদুচেরির ভোট ইশতেহার প্রকাশ করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই পাঁচ রাজ্যে বলবৎ হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। ফলে ওই পাঁচ রাজ্যে নতুন কোনও প্রকল্পের ঘোষণা বা নতুন করে কাজ হাতে দেয়া যাবে না।

ইশতেহার অনুযায়ী, প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। পশ্চিমবঙ্গে মোট আট দফায় ভোট গ্রঞন করা হবে। ২৭ মার্চ প্রথম দফায় ভোটগ্রহণ। এদিন নির্বাচন হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩০টি আসনে। তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩১টি আসনে। চতুর্থ দফার ভোট ১০ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৪টি আসনে। পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৫টি আসনে। ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৪৩টি আসনে। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩৬টি আসনে। অষ্টম দফার ভোট ২৯ এপ্রিল। এদিন নির্বাচন হবে ৩৫টি আসনে।

কেরালায় ৬ এপ্রিল এক দফায় ভোট গ্রহন করা হবে। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা করা হবে ২ মে। সূত্র: টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন