বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

বাকৃবির নতুন প্রক্টর ড. মহির উদ্দীন

বাকৃবি প্রতিনিধি | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতও্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্বে নিযুক্ত হবেন।

এর আগে ড. মহির বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেক্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক আশরাফুল হক হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

ড. মহির ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত¡ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি জার্মানীর হামবোল্ট বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন