বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ার স্কুলে আবারো বন্দুক হামলা, অপহরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করেছে বন্দুকধারীরা। শুক্রবার দেশটির সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে কতজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে স্কুল শিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উত্তর নাইজেরিয়ায় সা¤প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েক শ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। এর মধ্যেই সরকারের এক মুখপাত্র জানালেন জামফারা রাজ্যের স্কুলে শিক্ষার্থী অপহরণের কথা। এ ব্যাপারে বিস্তারিত জানতে জামফারা রাজ্যের পুলিশের মুখপাত্রকে ফোন করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। গত সপ্তাহে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন। জিম্মিদেরকে এখনও মুক্তি দেওয়া হয়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন