শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দায় এড়াতে পারে না রাষ্ট্র

কারাগারে মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ এবং ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ। গতকাল শুক্রবার বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু এবং সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতম গতকাল এক বিবৃতিতে এ দাবি করেন। তারা বলেন, মোশতাকের কারাগারে মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না।

প্রগতি লেখক সংঘের নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। এ আইনের অপপ্রয়োগে লেখক-সাংবাদিকদের নির্ভয়ে মতপ্রকাশের জায়গাকে সঙ্কুচিত করেছে। লেখালেখির মাধ্যমে ভিন্নমত প্রকাশের দায়ে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ। এ দেশে দাগি অপরাধীদের সহজেই জামিন পাওয়া এবং ক্ষেত্র বিশেষে দায়মুক্তি পাওয়ার নজির থাকলেও শুধু লেখালেখির কারণে দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকতে হয়েছিল মুশতাককে। বিচার চলাকালে এই দীর্ঘসময়ের কারাবাস এবং তার ফলশ্রুতিতে মৃত্যুর এ ঘটনা ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের একটি ভয়াবহ দৃষ্টান্ত। এ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না।
বিবৃতিতে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করা হয়। একইসাথে লেখক মুশতাক আহমেদের চিকিৎসায় কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কোনো অবহেলা ছিল কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচনের দাবিও করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন