শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কারাগারে রাষ্ট্রীয় হত্যাকান্ড ঘটেছে বিবৃতিতে খালেকুজ্জামান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদ এর মৃত্যু একটি রাষ্ট্রীয় হত্যাকান্ড উল্লেখ করে জেল হাজতে মুশতাকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতি-লুটপাটের সমালোচনা করে লেখার অপরাধে মুশতাককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালের আগস্ট থেকে তার জামিনের আবেদন ৬ বার নাকচ করে দেয়া হয়। অথচ খুনের আসামি, দুর্নীতিবাজ, কুখ্যাত অর্থপাচারকারী, আমলা, ব্যবসায়ী, শাসক দলের নেতারা যাতৎজীবন ও ফাঁসির দন্ডপ্রাপ্ত হওয়ার পরেও জামিন এবং প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতায় জেল থেকে বেরিয়ে আসছেন। তিনি বলেন, এই মৃত্যু প্রমাণ করে বর্তমান সরকার কতটা অগণতান্ত্রিক এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও জীবনের নিরাপত্তা কত কম। তিনি মুশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন