বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাভারে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪৯ পিএম

সাভারে বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টসের শ্রমিকরা। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অবস্থিত কিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি। দাবি আদায়ের জন্যই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছে।

তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের অর্ডার কম থাকা, মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এবং ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন প্রদানে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ঘটনাস্থলে শিল্প পুলিশ-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়কে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন