বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এফবিসিসিআই প্রেসিডেন্ট-কানাডার রাষ্ট্রদূত সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম

ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে রাষ্ট্রদূত বেনোয়াট প্রেফন্তে এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন।

কানাডিয়ান হাইকমিশনের কাউন্সিলর ও সিনিয়র ট্রেড কমিশনার কোরিন পেট্রিসর, কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস এবং মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন