শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তেলুগুতে ‘কৃষ্ণকলি’র রিমেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কয়েক বছর ধরেই শীর্ষ পাঁচ অবস্থান ধরে রেখেছে নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায় অভিনীত বাংলা ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। শ্যামা ওরফে কৃষ্ণকলির কাহিনী এখন থেকে তেলুগু ভাষাভাষীরাও উপভোগ করবে। ‘কৃষ্ণ তুলাসি’ নামে তেলুগু ভাষায় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। সপ্তাহ খানেক আগে সিরিয়ালটি লঞ্চ করা হয়েছে। সিরিয়ালটিতে কেন্দ্রীয় দুই ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বর্য এবং দিলীপ শেট্টি। ২০১৮তে ‘কৃষ্ণকলি’র যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকটি শীর্ষ অবস্থানে থেকে রেকর্ড সৃষ্টি করে। কৃষ্ণভক্ত গ্রামের মেয়ে শ্যামাকে নিয়ে এর গল্প। এক কীর্তনিয়া পরিবারের সদস্য শ্যামা ঘটনাক্রমে এক ধনবান পরিবারের পুত্রবধূ হয়ে যায়, তার শ্বশুর ছাড়া প্রথমে তার শ্বশুরবাড়ির কেউই তাকে গ্রহণ করতে পারে না শুধু সে শ্যামবর্ণা বলে। পরে শ্বশুরের উৎসাহে সে জনপ্রিয় গায়িকায় পরিণত হয়। ক্রমে সবাই তাকে গ্রহণ করতে শুরু করে। ‘কৃষ্ণকলি’ সুশান্ত দাশ। তিয়াসা আর নীল ছাড়া অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী, মৌ ভট্টাচার্য, নিবেদিতা মুখার্জী, বিবান ঘোষ, কৌশিক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা হালদার, রিমঝিম মিত্র, শর্বরী মুখার্জি এবং অন্যরা। সম্প্রতি ‘কৃষ্ণকলি’তে এক প্রজন্ম পরের কাহিনী দেখান শুরু হয়েছে। তেলুগু সিরিয়ালটি প্রযোজনা করবেন হিন্দি ফিল্ম ‘হিম্মতওয়ালা’ এবং কয়েকটি জনপ্রিয় তেলুগু সিরিয়ালের প্রযোজক রাঘবেন্দ্র রাও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন