শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওবামার শেষ এশিয়া সফর চীন-লাওসে

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার মেয়াদকালে শেষবারের মতো এশিয়া সফরে যাচ্ছেন। তিনি প্রথমে চীন যাবেন। ছবির মতো সুন্দর শহর হাঙঝুতে তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি লাওস সফরে যাবেন। তিনিই হবেন লাওস সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর পর দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন ওবামা। হাঙঝুতে ওবামা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে চীনের এক কর্মকর্তা বলেন, আমরা যে সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য কমিয়ে আনতে পারি, ওবামা সে কথা বুঝতে পেরেছেন। তিনি বলেন, আমরা বন্ধুও নই, শত্রুও নই। এদিকে লাওস সফরের মধ্য দিয়ে ওবামা আরেক কমিউনিস্ট রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র লাওসে অসংখ্য বোমা ফেলেছিল, এর এখনো অবিস্ফোরিত রয়েছে অনেক। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন