শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলকরণ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১৯ এএম

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩১ নং আলকরণ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে চলবে একটানা ভোটগ্রহণ।
নির্বাচন সুষ্ঠু করতে ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্টরা জানান, ৩১নং আলকরণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৭টি। বুথের সংখ্যা ৪২টি। নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম), বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু (রেডিও) ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোট গ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেক সোলাইমান সেলিমের ইন্তেকালে এই ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন