বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর পরিদর্শনে আসছেন ওআইসির প্রতিনিধি দল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৪ এএম

আজ (রবিবার) ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)’র একটি প্রতিনিধি দল ভাসানচর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন।

৫ সদস্যের এই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া।

বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন জানিয়েছেন, সকালে প্রতিনিধি দলটি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন।

সেখানে স্থানান্তরিত রোহিঙ্গাদের সাথেও কথা বলবেন তাঁরা। এরপর দুপুরে আসবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে।
সেখানে তাঁরা কথা বলবেন রোহিঙ্গানেতাদের সাথে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন ওআইসির সহকারী মহাসচিব।

উল্লেখ্য ইতোমধ্যে উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার মত রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। তারা সেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হওয়ায় সরকার তাদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে সেখানে স্থানান্তর করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন