বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলমারীতে বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চিলমারী(কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৬ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক কে লাঞ্চিত ও উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল বারী সরকারকে দায়ি করার প্রতিবাদে রবিবার দুপুরে বিএনপির চিলমারী উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। ঘটনার পেক্ষিতে উপজেলা বিএনপি’র আবু হানিফা, ফজলুল হক, সাজু, বাবলু গংকে দায়ি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন। বক্তব্যে বলেন, আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসী দারা ২০ ফেব্রুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক এর গাড়ি বহরে হামলা এবং আব্দুল বারী গংকে দায়ি করে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আবু হানিফার উদ্যোগে বিএনপি'র অপর আর একটি পক্ষের আয়োজনে সংবাদ সম্মেলন এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক দলের মাহামুদুল হাসান, কৃষক দলের আবু ওবাইদুল খাজা, যুবদলের আবু সাঈদ হোসেন, তাইবুর রহমান, ছাত্রদলের ইয়াকুদ সাদ্দাদ প্রমুখ। এর আগে ২৪ ফেব্রুয়ারী উপজেলা বিএনপি'র অপর আর একটি পক্ষ সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য ২০ ফেব্রুয়ারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকসহ বিভাগী কমিটির একটি টিম দলকে গতিশীল করতে চিলমারীতে আসলে লাঞ্চিতের শিকার হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন