বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিজিএমইএ নির্বাচন : মনোনয়নপত্র জমা দিল ‘ফোরাম’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৩ পিএম | আপডেট : ৭:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে ফোরাম। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ফোরাম প্যানেল লিডার এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বে ফোরাম প্যানেলের সদস্যরা রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন। বিজিএমইএ’র উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে বিজিএমইএ’র বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক এ নির্বাচনে ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময়, পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের জোট ‘ফোরাম’র প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদসহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে বিজিএমইএ- নির্বাচন ২০২১’এ পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে পোশাক খাতের উদ্যোক্তাদের জোট ‘ফোরাম’।

গত ১২ জানুয়ারি বিজিএমইএ’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৪ এপ্রিল রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন